আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ যাত্রা
আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট শেষ হবে ২৬ আগস্ট বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে হজ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় এক সভায় এসব কথা জানান তিনি।
এ সময় তিনি বলেন, আর আগামী ২২ জুলাই হজ ক্যাম্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রী বলেন, এবছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যাবেন। হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স। ওই দুই এয়ারলাইন্স সমান অনুপাতে যাত্রী পরিবহন করবে।
মন্ত্রী জানান, নির্বিঘ্নে হজ পালনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আর এবার ফিরতি হজ ফ্লাইট শুরু ৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর।
এছাড়া মদিনা থেকে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী