ছাতকে মামলা করায় প্রবাসির বাসায় হামলা
ছাতক প্রতিনিধি,
ছাতকে মামলা করায় প্রবাসির বাসায় হামলা ও ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এতে মহিলা সহ ৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামের লন্ডন প্রবাসি মনাফ মিয়ার বাসায় এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসির বাসার কেয়ারটেকার নাজমা আক্তারের দায়েরি নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামিরা একের পর এক তার বাসায় ইট-পাটকেল ছুড়াসহ গত ১৬জুলাই থেকে বাসার বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। এ অভিযোগে বুধবার নাজমা আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ৩০ব্যক্তির নামে (ননজিআর মামলা নং ৭৭, তাং ১৯.০৭.২০১৭ইং) আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়। এঅভিযোগে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবর সকাল থেকে প্রতিপক্ষরা বাসায় হামলা ও ভাংচুর শুরু করে। এতে মুহিবুর রহমান (২৬), হাবিবুর রহমান (৪৫), মিনারা বেগম (৩৫) ও তৈয়বুর রহমান (২৩)সহ ৫জন আহত হয়। এব্যাপারে নাজমা আক্তার জানায়, ঘটনার সময় গ্রামের চান্দালী মেম্বারের মেয়ে জেবা বেগম বাসায় প্রবেশের আগেই অকথ্য ভাষায় গালিগালাজসহ সুন্দর আলীর নেতৃত্বে আব্দুস শহিদ, তাজুল, জয়নাল, সেকুল, আব্দুল হক, আমির উদ্দিন, নূর হোসেনও আনকারসহ কয়েকজন বাসায় হামলাও ভাংচুর করে। এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে হামলা ও ভাংচুরের আলামত পাননি। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমানের সাথে মোবাইলে বার বার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।