অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে পুলিশের মামলা
রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় মামলা করেছে পুলিশ।
এতে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ১২০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।
গতকাল আন্দোলনের মুখে ঢাবির অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে নোটিশ জানানো হয়।
দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আইকে সেলিম উল্লাহ খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সাতটি কলেজের পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেয়া হবে।
বুধবারের সভায় সিদ্ধান্ত হয় মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে। এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্স প্রথম ও শেষ পর্বের প্রাইভেট (রেজি.) পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৯ আগস্টের মধ্যে হতে পারে।
গতকাল সকালে রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাবির অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ২ শিক্ষার্থী আহত হন।
সকাল ১০টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বললে শিক্ষার্থীরা রাস্তায় দলবেধে দাঁড়িয়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। কয়েকজন আহত হন।
পুলিশের দাবি, তাদের সেখান থেকে সরে যেতে বললে শিক্ষার্থীরা রাস্তায় দলবেধে দাঁড়িয়ে যায়। শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করতে চাওয়ায় শিক্ষার্থীদের সরিয়ে দেয়া ও আটক করা হয়েছে।
শিক্ষার্থীরা তখন পরীক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাদের দুই দিক থেকে ঘিরে ধরে, পুলিশের ব্যারিকেট ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা চালায় তারা। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়লে এক শিক্ষার্থী আহত হন।
আন্দোলকারী সাত সরকারি কলেজ হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।
শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রুটিনসহ পরীক্ষার সময় ঘোষণা করতে হবে।
আন্দোলনকারীরা জানান, মৌখিক ঘোষণা নয়, তারা রুটিনসহ পরীক্ষার সময়সূচির ঘোষণা চান।
এদিকে, গতকাল বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এসব কলেজের বিভিন্ন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। ওই সময় অনুযায়ী, মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হওয়ার কথা।
গত ফেব্রুয়ারি মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।