ক্ষমতাসীনরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তফসিলের আগেই : বিএনপি
তফসিল ঘোষণার আগেই ক্ষমতাসীন দল নির্বাচনী প্রচারণা চালাচ্ছে অন্যদিকে বিএনপিকে বাধা দেয়া হচ্ছে সভা-সমাবেশের মতো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে এ অভিযোগ করেছেন দলটির নেতারা।
সব দলের সমান সুযোগ নিশ্চিতে ব্যবস্থা না নিয়ে নির্বাচন কমিশন দলকানা মনোভাব দেখাচ্ছে বলেও মন্তব্য করেছেন নেতারা।
রাজধানীতে ভিন্ন ভিন্ন আয়োজনে বিএনপি নেতারা বলেন, প্রভাব বিস্তার করে একতরফা নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় তফসিল ঘোষণার আগেই সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
বিএনপিকে সভা-সমাবেশ করতে বাধা দেয়ার অভিযোগও করেন দলের নেতা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বরং নির্বাচনে আগেভাগেই প্রভাব বিস্তার করছে আওয়ামী লীগ।
আগাম প্রচারণা বন্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না দাবি করে কমিশনের সমালোচনা করেন রিজভী।
এ সময় তিনি দাবি করেন, সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনও প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে সহায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
প্রয়োজনে দুর্বার আন্দোলনে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।