সৌদি প্রবাসীর বাড়িতে তল্লাশি:আটক-৩
এম এ লিংকন মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহরে জঙ্গি আস্তানা সন্দেহে এক সৌদি প্রবাসীর বাড়ি ঘেরা শেষে তল্লাশি করেছে পুলিশের একাধিকদল। এ ঘটনায় বাড়ির মালিক সৌদি প্রবাসী মেসকাত আলীর ছেলে হাসিবুর রহমানসহ দুজন মহিলাকে আটক করেছে গাংনী থানা পুলিশ। আটককৃত দু’মহিলারা হলেন-কুষ্টিয়ার দৌলতপুরের বরকত আলীর স্ত্রী মাবিয়া খাতুন (৩০) ও মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের আব্বাস আলীর স্ত্রী রজনী খাতুন (২৫)। আটককৃতদের জিজ্ঞাসা করার জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার সময় গাংনী থানা পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী বাজার থেকে হাসিবুর রহমানকে আটক করে।
পরে ওই বাড়ি থেকে সন্দেহভাজন হিসেবে ২জন মহিলাকে আটক করা হয়। হাসিবুর রহমানকে আটকের পর পুলিশ বামন্দী শহরে রানা সিনেমাহল পাড়াস্থ দোতলা বাড়িটি ঘেরার পর তল্লাশি করে।
মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান জানান,কয়েকদিন যাবত ও্ই বাড়িটিতে সন্দেহভাজন মানুষের চলাফেরা লক্ষ্য করতে দেখে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা। আজ শনিবার সকালে সৌদি প্রবাসী মেসকাত আলীর বাড়ি জঙ্গি সন্দেহে ঘিরে রাখা হয়। সন্দেহভাজনভাবে বাড়ির মালিকের ছেলে হাসিবুর রহমানসহ ২ জন মহিলাকে আটক করা হয়েছে। এবং বাড়ি তল্লাশি শেষ হয়েছে। ওই বাড়ি জঙ্গি আস্তানার কোনো আলামত পাওয়া যায়নি।