এইচএসসি-সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কমেছে
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে কমেছে।
প্রকাশিত ফল অনুযায়ী, সারাদেশে এ বছর সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ২৭৬ জন।
এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল রোববার প্রকাশিত হয়েছে।
সকালে গণভবনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার গড় পাসের হার কমেছে ৫ দশমিক ৭৯ শতাংশ।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।