উত্তরায় ২ কোটি টাকা নিয়ে আদম ব্যবসায়ী উধাও
উত্তরা থেকে মাহফুজুল আলম খোকন: রাজধানীর উত্তরায় গ্রাহকদের প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে এস এ ট্রাভেল্স এর চেয়ারম্যান আদম ব্যবসায়ী মোঃ সফিকুল ইসলাম ওরফে শরিফুল ইসলাম ওরফে শাহিন শিবাস,ওরফে আরাফাত রহমান পাপ্পু নামের এক প্রতারক। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তরা ১২ নং সেক্টরের ২/এ সড়কের ৪ নং বাড়ির চতুর্থ তলার অফিসে কাউকে না পেয়ে দিক বেদিক গ্রাহকরা ছোটো ছুটি করতে থাকলে ঘটনার জানা জানি হয়। এই বিষয়ে গত ২২ এ জুলাই ১৭ তারিখে আবুবক্কর সিদ্দিক নামের এক গ্রাহক বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারন ডায়েরী করেন। ভূক্তভোগীরা জানায় বিভিন্ন জাতীয় পত্রিকায় বিজ্ঞান দেখে আমরা এখানে আসি। প্রথমে আমাদের পাসপোর্ট নিয়ে ভিসা লাগিয়ে আমাদের যাচাই বাছাই করতে দেয়, আমরা লোক মারফতে ভিসা যাচাই এর পর তার হাতে নগদ,কোরিয়ার সার্ভিসে ও ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করি। ২২.২৫.২৬.২৮ও ৫ ই আগষ্ট তারিখের টিকিটও করে দেয়াহয় আমাদের অনেককে। এখন যাবার সময় জানতে পারি টিকিট বাতিল করা হয়েছে। এক ব্যক্তি জানায়,আমার ভিসা দেখে ব্যাংক আমাকে লোন দিতে চাইছে, এখন দেখি অফিসে কেউ নাই। অনেকে আবার আগে ভিসা অনলাইনে দেখতে পেলেও এখন দেখাচ্ছেনা বলে জানিয়েছেন। মোট ষাট জনের কাছ থেকে প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন প্রতারিত গ্রাহকরা। অতপর বিষয়টি নিয়ে র্যাব ১ এর ধারস্থ হতে দেখা গেছে প্রতারিত গ্রাহকদের।
এই বিষয়ে উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) তাপস কুমার দাস প্রতিবেদককে জানান,এই বিষয়ে আমি অবগত নই তবে যেহেত থানায় সাধারন ডায়েরী হয়েছে আমি বিষয়টি খোঁজনিয়ে দেখছি। সত্যতা পেলে অবশ্যই প্রয়োজনিও ব্যাবস্থা নেয়া হবে।