মুন্সীগঞ্জে পাকা সেতুর উপর বাঁশ ও কাঠের শাকো
রুবেল মাদবর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামে পাকা সেতুর উপর বাঁশ কাঠের শাকো দিয়ে ঝুকিপূর্ণ ভাবে চলছে এলাকাবাসী। ব্রিজটি এখন মরণফাঁদে পরিণতহয়েছে। পদক্ষেপ নিতে কর্তৃপক্ষ চরম উদাসীন।এলাকাবাসী জানান, বাঁশ কাঠের জোড়া তালি দিয়ে চলছে যাতায়াত ব্যবস্থা। এইব্রিজ দিয়ে ১৩০টি পরিবার ও একটি মাদ্রাসার ছাত্র ছাত্রী আসা যাওয়া করেদুই বছর ধরে ব্রিজটি সংস্কারের অভাবে অনুপযোগি। আরও জানান ছাত্র ছাত্রী এবং শিশুরাও পরে যায়। কলেজ ছাত্র এনামুল হক ইমরান জানান, এই ব্রিজদিয়ে চলাচল করার সময় আমাদের পরে যাওয়ার ভয় করে।০৮ নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ ইয়াছিন জানান, কিছুদিন আগে বাঁশ দিয়ে ব্রিজটি যাতায়াতের উপযোগি করেছি। এই বিষয়ে চেয়ারম্যান সাহেবকে জানানো হায়েছে।বায়রাগাদী ইউপি চেয়াম্যান জনাব গাজী মোঃ আলাউদ্দিন জানান, এল.জি.এসপি থেকে টাকা পেলে ব্রিজটি সংস্কার করা হবে।