রাশেদ গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী: মনিরুল
আসলাম হোসেন রাশেদ ওরফে র্যা শ রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং নব্য জেএমবির মিডিয়া ও ট্রেনিং ক্যাম্পের সমন্বয়কারী বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে হলি আর্টিজান হামলা মামলার অভিযোগপত্র তৈরি করা হবে জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের -ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি।
মনিরুল জানান, রাশেদকে আজই আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল জানান, তামিম চৌধুরী মারা যাওয়ার পর রাশেদ উত্তরবঙ্গে আত্মগোপনে যায়। গুলশান হামলার অস্ত্রও রাশেদ সরবরাহ করেছিল। হামলায়ও তার সরাসরি অংশ নেয়ার কথা ছিল। কিন্তু আরো বড় হামলায় অংশ নেয়ার জন্য গুলশান হামলার দিন রাশেদ ছিল না।