পূর্ণাঙ্গ বন্দরের সুবিধা থেকে বঞ্চি তভোমরা বন্দর ব্যবসায়ীরা
প্রতি বছরই বাড়ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বাড়ছে সরকারের রাজস্ব। কিন্তু পূর্ণাঙ্গ বন্দরের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা। ব্যবসায়ীদের দাবি অবকাঠামো উন্নয়ন, উচ্চ শুল্ক পণ্য আমদানির অনুমোদন পেলেই কার্যকরী বন্দরে পরিনত হবে ভোমরা বন্দরটি। তাতে ব্যবসায়ীরা যেমন লাভবান হবে তেমনি বছরে ৩শ থেকে ৪শ কোটি টাকা বেশী রাজস্ব আদায় হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
ভোমরা স্থলবন্দরে ২০১৬-১৭ অর্থ বছরে সরকারি রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল ৭৩০ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা। সেখানে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে আদায় হয়েছে ৪৩ কোটি ৬৪ লাখ ৪২ হাজার টাকা বেশী।
কিন্তু ভারত থেকে ৪৭ টি পণ্য আমদানির অনুমতি থাকলেও চাল, পেঁয়াজ, আপেল, মাছসহ হাতে গোনা গুটি কয়েক স্বল্প শুল্কের পণ্য ছাড়া এ বন্দর দিয়ে মূলত আর কোনো পণ্য আমদানি হয় না। এতে সব ধরনের আমদানি-রপ্তানির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ব্যবসায়ীরা। আমদানিকারকদের দাবি, উচ্চ শুল্ক পণ্য আমদানির অনুমোদন পেলেই কার্যকরী বন্দরে পরিণত হবে ভোমরা বন্দর।
ব্যবসা-বাণিজ্য প্রসারে পূর্ণাঙ্গ বন্দরের সব সুযোগ সুবিধার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন একজন কর্মকর্তা। পূর্ণাঙ্গ বন্দরের সুযোগ-সুবিধা পেলে এ বন্দরের রাজস্ব জ্যামিতিক হারে বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।