”জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন ৫ আগষ্ট”বন্দর ইপিআই জোনে উদ্ধুব্ধকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
নগরীর বন্দর-ইপিজেড থানাধীন বন্দর ইপিআই জোনের উদ্যোগে ”জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন ৫ আগষ্ট” উপলক্ষ্যে জোনাল উদ্ধুব্ধকরণ ও পরিকল্পনা সভা ১আগষ্ট মঙ্গলবার দুপুরে ৩৯নং ওয়ার্ড কার্যলয়ে জোনাল মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে এবং ইপিআই টেকনিশিয়াল মৃনাল দে’র’ সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়। পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন-৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন।
তিনি বলেন,প্রতিবারের ন্যায় এবারো ”জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন ৫ আগষ্ট” উপলক্ষ্যে বন্দর জোনের আওতায় ২৬.৩৭,৩৮,৩৯,৪০ও ৪১নং ওয়ার্ডে প্রতিটি টিকা কেন্দ্রে ঐদিন(শনিবার) সকাল ৮টা থেকে বিকলে ৪টা পর্যন্ত (৬-১১মাস )বয়সের শিশুদের নীল এবং(১২-৫৯মাস)বয়সী শিশুদেও বিনামূল্যে একটি করে লাল রঙের ভিটামিন’এ’ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রেই স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে এই জাতীয় কাজ কে সাফল্য মন্ডিত করার দৃঢ় আহবান জানান।
সভাতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ড সচিব-আবুল বাশার মেডিকেল অফিসার ডাঃ উম্মে তাসলিমা বেগম, ৩৭নং স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রুবাইয়া নাজির,৪১নং স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মামুন,প্রাচিকসের সভাপতি-ডাঃ মারুফ রহমান মনু, মমতার সার্ভিস প্রোমোট অফিসার মোরশেদ আলম ,হালিশহর একাদশ ক্লাবের সভাপতি ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, মোঃ জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন ।
জোনাল উদ্ধুব্ধকরণ ও পরিকল্পনা সভায় ২৬.৩৭,৩৮,৩৯,৪০ ও ৪১নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী, এনজিও, ক্লাব, সংগঠন এবং চসিকের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।তাছাড়া ক্যাম্পেইন থেকে বাদ পড়া শিশুদের বাড়ী বাড়ী গিয়ে জাতীয় ভিটামিন’এ’ক্যাপসুল খাওয়ানো হবে বলে জোনাল মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরী সংবাদ মাধ্যম কে জানিয়েছেন । সকল অধিবাসী কে এই কর্মসূচিকে সহায়তা করার জন্য বিশেষ অনুরোধ জানান ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন ।