মুন্সীগঞ্জের গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে ৪৬তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত!
রুবেল মাদবর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ঞীড়া প্রতিয়োগিতায় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার বিকেলে মিরকাদিমে গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে ছাত্রদের মধ্যে খেলায় মিরকাদিমের রিকাবীবাজার উচ্চ
বিদ্যালয়২-০ গোলে গজারিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
অপরদিকে ছাত্রীদের মধ্যে লোহজেংর উচ্চ বিদ্যালয় পেলংটিকে ১-০ গোলে দিঘিরপার উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন.প্রধান অতিথি : এ্যাডভোকেট মৃণাল কান্তি দাশ মাননীয় সংসদ সদস্য.মুন্সীগঞ্জ -৩!
বিশেষ অথিতি.জনাব মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম. পুলিশ সুপার মুন্সীগঞ্জ!জনাব মোহা:হারুন -রশিদ অতিরিক্ত জেলা প্রশাসন ( সাবিক. শিক্ষা ও আই সিটি )মুন্সীগঞ্জ!জনাব শহিদুল ইসলাম শাহিন. মেয়র মিরকাদিম পৌরসভা.মুন্সীগঞ্জ! অন্যা অন্যদের মধ্য ছিলেন ভিন্ন বিদ্যালয়ের শিক্ষ -শিক্ষা ও পৌর কমিশনারা. হাজী আবদাল হোসেন. আবদুল মজিদ.মোঃ হারুন রশিদ.আবুতাহের. সানোয়ারা