বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে
ফরেনসিক পরীক্ষায় বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে। শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক কে এম সাইফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি আরো জানান, এরইমধ্যে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তাকে দেয়া হয়েছে। বগুড়া সদর থানার পরিদর্শক জানান, মামলার প্রধান আসামি তুফান, কাউন্সিলর রুমকি ও সহযোগী মুন্নার দ্বিতীয় দফা রিমান্ড শেষে দুপুরের পর আদালতে তোলা হবে।
এ ছাড়া, গতকাল তুফানের স্ত্রী ও শাশুড়িকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠান অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায়ের আদালত। গত ১৭ জুলাই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার।
পরে ঘটনা ধামাচাপা দিতে ২৮ জুলাই নির্যাতিতা মেয়ে তার মায়ের মাথা মুড়িয়ে দেয় তুফান, কাউন্সিলর রুমকি ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে তুফানকে প্রধান আসামি কোরে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।