কাপাসিয়ায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি :
বাংলাদেশ কৃষকলীগ কাপাসিয়া উপজেলা শাখা’র বর্ধিত সভা মোল্লা টাওয়ার এ অনুষ্ঠিত হয়েছে। ৩ আগষ্ট বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি ও জাকসু সাবেক ভিপি মো. মোতাহার হোসেন মোল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলার এগারো ইউনিয়নে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের সিদ্ধান্ত হয়। এছাড়া সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে উপজেলার সকল ওয়ার্ড এ কমিটি গঠনের জন্য স্ব স্ব ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়।
উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আইন উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক আবদুছ ছোবহান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু, উপজেলা আওয়ামলীগ সহ সভাপতি শুনিল মাস্টার, উপজেলা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক চৌধুরী আইয়ুব, মনির হোসেন, মনির হোসেন পনির, শাকিল হাসান মোড়ল, আনোয়ার হোসেন বকুল, শাহিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মোতাহার হোসেন মোল্লা উপস্থিত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকলীগ গঠন করেন। আর এই মহান নেতাকে ১৫ই আগষ্ট নির্মম ভাবে হত্যা করেছিলো ঘাতকরা।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে ঘাতকরা জেল খানায় ৩ নভেম্বর নির্মম ভাবে হত্যা করেছে কিন্তু দুখের বিষয় আমরা ৪ তারিখ সকালেও জানতে পারিনি। জিয়াউর রহমান বেঈমান। তাঁর নেতৃত্বে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। জিয়ার গঠিত দল বি এন পি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাবস্থায় ১৮ জন কৃষক সার এর জন্য আন্দোলন করতে গেলে জীবন দিতে হয়। আর বর্তমান সরকারের আমলে কৃষক এর জন্য সার উদ্বৃত থাকে।