গাংনীতে সড়ক দূর্ঘটনায় আহত -২
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় দু’জন মহিলা আহত হয়েছেন। আহতরা হলেন-গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের আব্দুল কুদ্দুছ-এর স্ত্রী জোসনা খাতুন (৪৫) ও কাথুলী ইউনিয়নের ধলা গ্রামের হাবিল উদ্দীনের স্ত্রী শ্রমিক রহিদা খাতুন রায়দা (৪৮)।
আজ শুক্রবার সন্ধ্যায় গাংনী-বারাদি সড়কের হাড়িয়াদহ নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে, পড়ে আহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সন্ধ্যায় গাংনী শহর থেকে জোসনা খাতুন তার ছেলের মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মা-ছেলে পূর্বমালসাদহ গ্রামের দিক হয়ে হাড়িয়াদহ গ্রামে পৌঁছান। এ সময় মহিলা শ্রমিক রহিদা খাতুন রাস্তা পার হতে গেলে,মোটরসাইকেলটির সাথে ধাক্কা লাগলে,দূর্ঘটনা ঘটে। রহিদা হাড়িয়াদহ গ্রামের মাঠে অন্যান্য শ্রমিকদের সাথে কচু উত্তোলন শেষে রাস্তা পার হয়ে একটি পুকুরে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল-এর সাথে ধাক্কা লাগলে,রহিলা ও মোটরসাইকেল আরোহী জোসনা আহত হন। তবে জোসনার ছেলে মোটরসাইকেল চালক অরক্ষিত ছিলেন। পথচারীরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের একজন চিকিৎসক জানান,আহতরা বর্তমান আশঙ্কামুক্ত রয়েছেন।