আদিবাসীদের ভূমি দখলের মহোৎসব চলছে: সন্তু লারমা
দেশে আদিবাসীদের ভূমি দখলের মহোৎসব চলছে। রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা। অভিযোগ করেন, শুধু ভূমিলোভী চক্র নয়, বিভিন্ন প্রকল্পের নামেও আদিবাসীদের জমি দখল করা হচ্ছে। বলেন, দেশের ৩০ লাখের বেশি আদিবাসী নাগরিক ও মানবাধিকার বঞ্চিত। সন্তু লারমা বলেন, জাতিসংঘ ঘোষিত আদিবাসী অধিকার ঘোষণাপত্র বাস্তবায়নে, ২০০৯ সালে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেটি বাস্তবায়ন না করে, তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আখ্যা দেয়া হয়েছে।