নীলফামারী সৈয়দপুরে সরকারী কাজে আবার বাঁধা দিলেন পৌর কাউন্সিলর শাহীন আকতার
শাহ মো: জিয়াউর রহমান,নীলফামারী
সৈয়দপুরে বিদ্যুৎ বিভাগের ঝুঁকিপূর্ণ খুটি পরিবর্তনের কাজে আবার বাঁধা দিলেন পৌর কাউন্সিলর শাহীন আকতার। জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ খুটি পরিবর্তনের একটি প্রকল্প সম্প্রতি অনুমোদন দেয় বিদ্যুৎ বিভাগের রংপুর আঞ্চলিক অফিস। এর আওতায় রংপুর রোড বাঙ্গালীপুর মসজিদ হতে বাঙ্গালীপুর গিয়াস মোড় পর্যন্ত ঝুঁকিপূর্ণ খুটি পরিবর্তনের কাজ শুরু করে সৈয়দপুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্র। এর মধ্যে বেশ কয়েকটি খুটি পরিবর্তনের কাজ সম্পন্ন করা হয়। গত ০৯ জুলাই বাঙ্গালীপুর নিজপাড়ার বাসিন্দা গাউছুল আযম ফারুকীর বাসার সামনে ঝুকিপূর্ণ খুটি পরিবর্তনের জন্য গর্ত করে খুটি লাগানোর সময় সংশ্লিষ্ট দুই ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন সরকার ও শাহীন আকতার তাতে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। তাদের বাঁধার মুখে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীরা মালামাল নিয়ে চলে যায়। জানা যায়, ইতিপূর্বে কাউন্সিলর মামুনের বিরুদ্ধে গাউছুল আযম ফারুকী একটি প্রতারণা মামলা করেন যা আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করতে কাউন্সিলর মামুন ও শাহীন আকতার গাউছুল আযম ফারুকীর বাসার সামনে ঝুঁকিপূর্ণ খুটি পরিবর্তনের কাজে বাধা সৃষ্টি করেন। বিদ্যুৎ বিভাগের উন্নয়নমূলক কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে এলাকাবাসীর পক্ষে গাউছুল আযম ফারুকী ওই দুই কাউন্সিলরের বিরুদ্ধে সৈয়দপুর থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করেন। অতপর ওই দুই কাউন্সিলর নিজেদের ভূমিকা আড়াল করতে তাদের সমর্থিত কিছু লোকজনের স্বাক্ষর নিয়ে বিদ্যুৎ বিভাগে একটি দরখাস্ত প্রদান করেন। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীরা গত ৩০ জুলাই ওই স্থানে পূনরায় খুটি পরিবর্তনের জন্য গেলে কাউন্সিলর শাহীন আকতার ও তার লোকজন আবার কাজে বাঁধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়। কাউন্সিলর শাহীন আকতারের বাঁধার মুখে আবারও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীরা মালামাল নিয়ে চলে যায়। সংশ্লিষ্ট ঠিকাদার মোঃ মাহমুদ আলমের সাথে কথা হলে তিনি বলেন, সরকারী অনুমোদন ও ওয়ার্ক অর্ডার নিয়ে নকশা অনুযায়ী কাজ করতে গিয়েছি। নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে খুটি লাগানোর জন্য গর্ত করা মাত্রই কাউন্সিলর শাহীন আকতার ও তার লোকজন বাধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়। ওই এলাকার বাসিন্দা গাউছুল আযম ফারুকী বলেন, সরকারী অনুমোদন প্রাপ্ত কাজে বাঁধা দেওয়া ফৌজদারী অপরাধ। কাউন্সিলর শাহিন আকতারের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে পৌর পরিষদকে ব্যবহার করে কাউন্সিলর মামুনের পক্ষে ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যুৎ বিভাগের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেয়। এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকান্ড উল্লেখ করে ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট অভিযোগ করেছেন গাউছুল আযম ফারুকী। তিনি বলেন, ব্যবস্থা না নিলে আদালতে মামলা দায়ের করা হবে। এদিকে নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হলে তিনি জানান, খুব শীঘ্রই সমস্যা সমাধান করা হবে। (ছবি আছে)