'আমরা বিচার পাইলাম না'
বিশ্বজিৎ হত্যাকাণ্ডে হাইকোর্টের দেয়া রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা-মা। নিম্ন আদালতে ৮ জনকে ফাঁসি দেয়া হলেও, হাইকোর্টে মাত্র ২ জনকে সর্বোচ্চ শাস্তি দেয়ায় এ রায়ে সন্তুষ্ট নন বলে জানান তারা। রায়ের পর শরীয়তপুরে ক্ষোভের কথা জানান তারা।
এ সময় বিশ্বজিতের বাবা বলেন, সারা দিন না খেয়ে টিভির কাছে বসে আছি রায় শুনবো। কিন্তু এই রায়ে আমরা খুবই দুঃখ পেয়েছি। এই রায় মেনে নিতে পারি নি। আমরা বিচার পাইলাম না। ছেলেরে হারাইছি তারে আর পাব না।
বিশ্বজিতের মা বলেন, দিনে দুপুরে আমার ছেলেরে কোপাইয়া মারলো। আর দুই জনেরে ফাঁসি দিল। আর সবাইরে খালাস দিল এইটা আমরা মানতে রাজি না।