“শ্রীপুরে চা দোকানিকে মিথ্যা মামলা দেওয়ায় এলাকাবাসির প্রতিবাদ মিছিল”
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওয়ানের চালা গ্রামের আসন আলীর ছেলে জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়েরের প্রতিবাদে উপজেলার দেওয়ানের চালা মোড়ে এলাকাবাসি প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে।
সোমবার (০৭ আগস্ট) বেলা১১টার দিকে নয়নপুর বরমী সংযোগ সড়কের দেওয়নের চালা মোড়ে এক ঘন্টব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। উপজেলার তেলিহাটি ইউনিয়নের নয়নপুর বরমী সংযোগ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন তেলিহাটি ইউপি.সদস্য হাসান হাফিজুর রহমান দিপক, নাসির উদ্দিন,তারেক হাসান বাচ্চু। গোধার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোফাজ্জল হোসেন সরকার ও অন্যান্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি চলাকালে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গোধার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোফাজ্জল হোসেন সরকার, তেলিহাটি ইউপি.সদস্য হাসান হাফিজুর রহমান দিপক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ প্রমুখ।
বক্তারা বলেন,এই মামলা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং হয়রানীর করার জন্য এবং দিপক মেম্বার ও চা দোকানির পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে বলে উল্ল্যেখ করে মিথ্যা মামলা দায়েরে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচী ঘোষণার কথা জানিয়েছেন উপস্থিতি নেতৃবৃন্দ।
গত ২ আগস্ট উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওয়ানের চালা গ্রামের মৃত শহর আলীর পুত্র সিরাজুল হক বাদি হয়ে তেলিহাটি ইউপি.সদস্য হাসান হাফিজুর রহমান দিপক ও চা দোকানদার জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে।
চা দোকান্দর জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ ৯বছর যাবৎ আমার দোকান থেকে চা পান সিগারেটসহ বিভিন্ন মালামাল বাকিতে নিয়েছে। এই ৯বছর আমার দোকান তেকে বাকি নিয়েছে ১লক্ষ ৭৪হাজার টাকা বাকি নিয়েছে। ওই পাওনা টাকা চাইতে গেলেই বিভিন্ন হুমকী ধামকী দেয়। এবং আদালতে মিথ্যা মামলাও করেছে। শুধুমাত্র হয়রানি করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।