কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক বিপুল পরিমাণ বিয়ার এবং ইয়াবা ট্যাবলেট জব্দ।
চট্টগ্রাম ব্যুরো : গোপন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ০১৪৫ ঘটিকায় কোস্ট গার্ড পূর্বজোন অধিনস্থ কোস্ট গার্ড জাহাজ শেটগাং কতৃক বোটের মাধ্যমে চট্টগ্রাম বহিঃনোঙ্গর এর ১৭ নং খাল সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হয়। নিয়মিত টহলের সময় ১টি বোটের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বোটটিকে থামার জন্য সংকেত প্রদান করলে বোটটি না থেমে গতি বৃদ্ধি করে পালিয়ে যেতে থাকে। সন্দেহভাজন বোটটি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড জাহাজ ও টহল বোট উক্ত বোটটিকে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে পাচারকারীরা কোন উপায়ন্তর না পেয়ে ১৭নং খালের কিনারায় বোটটিকে বিচিং করে পালিয়ে যায়। পরবর্তীতে বোটটিতে তল্লাশী করে ০৫ টি বস্তায় ৪০৯ ক্যান বিয়ার পাওয়া যায়, যার আনুমানিক মূল্য দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশত টাকা।
অপরদিকে আনুমানিক সকালে সিজি স্টেশন সাঙ্গু নিয়মিত টহল প্রদানের সময় চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন ০৩নং রায়পূর ইউনিয়নের গোদার মোড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১,৫৭৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাত লক্ষ উননব্বই হাজার মাত্র টাকা। জব্দকৃত বিয়ার ও কাঠের বোট এবং ইয়াবা যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।