স্বাধীনতা অর্জনে বঙ্গমাতার ভূমিকা ছিল: শেখ হাসিনা
এদেশের স্বাধীনতার পেছনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদানের কথা জানত বলেই ঘাতকের দল তাকে হত্যা করেছে— বলে জনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বঙ্গমাতার ৮৭তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, মায়ের মতো একজন সাথী পেয়েছিলেন বলেই বঙ্গবন্ধু তার সংগ্রামে সফল হয়েছিলেন। সুখ-স্বাচ্ছন্দ ত্যাগ করে বাবার পাশে থেকে এদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন বঙ্গমাতা।
বঙ্গবন্ধুর ৬ দফা দেওয়ার পর আওয়ামী লীগের সঙ্কটের সময় ফজিলাতুন্নেছা মুজিব নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, সেসময় যখন সব নেতা একে একে গ্রেপ্তার হচ্ছেন তখন বঙ্গমাতার নির্দেশেই আমেনা বেগমকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর প্যারোলে মুক্তির পক্ষে ছিলেন ব্যারিস্টার আমীর উল ইসলামসহ অনেক নেতাই।