টাকা চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে গাংনীতে গৃহবধুর আত্মহত্যার চেস্টা
এম এ লিংকন,মেহেরপুর : টাকা চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে মেহেরপুরের গাংনীতে মেরিনা খাতুন (২৩) নামের এক গৃহবধু আত্মহত্যার চেস্টা করেছে। মঙ্গলবার বিকাল ৩ টার সময় উপজেলার ভবানীপুর গ্রামে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। অসুস্থ অবস্থায় মেরিনা খাতুন বামুন্দী বাজারের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। মেরিনা খাতুন ভবানীপুর গ্রামের সাগর হোসেনের স্ত্রী। সাগর হোসেন জানান,গত কয়েকদিন পূর্বে প্রতিবেশি মনিরুল ইসলামের স্ত্রী শেফালী খাতুনের ২ হাজার টাকা হারিয়ে কিংবা চুরি হয়ে যায়। এ ঘটনায় আমার স্ত্রী মেরিনা খাতুন কে মিথ্যা ভাবে চুরির অপদান দিয়ে টাকা ফেরত দিতে মনিরুল ইসলাম,তার স্ত্রী শেফালী খাতুন,মনিরুলের বোন মুনু ও প্রতিবেশি মরজিনা খাতুন আমার স্ত্রী মেরিনা খাতুনের উপর মানষিক ভাবে চাপ প্রয়োগ করে। মসজিদ,আল কোরআন ও আমার দুটি সন্তানের মাথায় হাত রেখে টাকা নেওয়া হয়নী বলে জানালেও বিশ্বাস না করে বিভিন্ন স্থানে অপবাদ দিয়ে টাকা ফেরত দিতে হুমকী প্রদান করে। টাকা চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। সাগর হোসেন আরো জানান, তিনি দিনমুজুরের কাজ করে কোন রকম সংসার চালালেও কোন দিনই চুরির মত অপরাধ করেননী। অভিযুক্তদের বিরুদ্ধে গাংনী থানায় তিনি মামলা করবেন। ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সাহাবুদ্দীন জানান,মানষিক নির্যাতন ও আত্মহত্যার চেষ্টার প্ররোচনার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত। এছাড়া অভিযুক্তরা এলাকার প্রভাবশালী একারনে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাইনা। এদিকে এ ঘটনায় মনিরুল ও তার স্ত্রী শেফালি খাতুন সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি করেছে ভুক্তভুগী পরিবার সহ এলাকাবাসি। এ ব্যপারে অভিযুক্ত মনিরুল ও তার পরিবারের সাথে কথার জন্য মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,মেরিনা খাতুন কিংবা তার পরিবার মামলা দিলে তাদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।