বিশ^নাথ এইড ইউকে’র উদ্যোগে জামালগঞ্জে বন্যার্তদের মাঝে চাল বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিশ^নাাথ এইড ইউকে’র উদ্যোগে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার তেলিয়া পাড়া লেগুনা লামাপাড়ার ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারে চাল বিতরণ করা হয়। বিশ^নাথ প্রেসক্লাব’র ব্যবস্থাপনায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ। বিশ^নাথ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশ^নাথ প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^নাাথ এইড ইউকে’র লাইভ সদস্য ইছাক আলী ও নূরুল ওয়াছে আনতাফী,জামালগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী তৌহিদ চৌধুরী প্রদীপ। স্বাগত বক্তব্য রাখেন, বিশ^নাথ প্রেসক্লাব সহ-সভাপতি তজুম্মুল আলী রাজু,অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,বিশ^নাথ প্রেসক্লাব সদস্য নূর উদ্দিন জামাল,ভীমখালী ইউনিয়নের কাজী আব্দুল মুকিত,সদর ইউপির সংরক্ষিত সদস্য গুলছেরা বেগম ও সদস্য মো: অশিক নূর প্রমুখ। এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জের মানুষ ফসল হারিয়ে আজ নি:শ^ হয়ে গেছে। যারা সারা জীবন ধান বিলিয়েছেন, আজ তারাই অন্যদের উপর ভরসা করে পথপানে ছেয়ে থাকেন। ফসলহারা দুর্গত এলাকার প্রত্যন্ত উপজেলা জামালগঞ্জে বিশ^নাথের এইড ইউকে সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সহায়তার হাত আরো সম্প্রসারিত করার আহবান জানান। আর্তমানবতার সেবায় নিয়োজিত বিশ^নাথ প্রবাসী সংগঠন জামালগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরুদ জানান।