শ্রীপুরে শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে কারখানার প্রধান গেট বন্ধ করে বিক্ষোভ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশের সাথে দাওয়া পাল্টা দাওয়া হয় এবং একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে।
রোববার সকাল ৯ টায় ময়মনসিংহ মহাসড়কের পাশে এম.সি বাজার এলাকায় ইউনিয়ন পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। শ্রমিকরা সকালের সিফটে কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবীতে কারখানার গেইট বন্ধ করে বিক্ষোভ করে। শিল্প পুলিশ এসে শ্রমিকদের অন্যত্র সড়ানোর চেষ্টা করে। এসময় শ্রমিকরা শিল্প পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে ।
আন্দোলনকারী শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়,কারখানার স্টাফদের গত তিন মাস ও শ্রমিকদের এক মাসের বেতন যথা সময়ে দেয়নি কারখানা কতৃপক্ষ। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বকেয়া বেতনের দাবীতে দেড় সহ¯্রাধিক শ্রমিক সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। খবর পেয়ে শিল্প পুলিশ এসে শ্রমিকদের সড়িয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শিল্প পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুরো এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। পরিস্থিকি নিয়ন্ত্রণ করতে শিল্প পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে ।
প্রত্যক্ষদর্শী কযেকজন জানান, পুলিশের ছোড়া টিয়ার সেলের ঝাজালো গ্যাসে পার্শবর্তী ওয়াজেদ আলী হাফেজিয়া নূরানিয়া মাদ্রসা ও এতিম খানা মাদ্রাসার শিক্ষক সহ বেশ কযেকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
ওই পোশাক কারখানার ম্যানেজার এ্যাডমিন বজলুর রশিদ জানান, আগামী ১৬ আগস্ট শ্রমিকদের বেতন দেয়ার দিন ধার্য ছিল। শ্রমিক অসন্তোষের ঘটনা অপ্রত্যাশিত।
শ্রীপুর থানার এস .আই. খায়রুল ইসলাম জানান, শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। শ্রীপুর থানা ও শিল্প পুলিশ দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবেলা করায় বড়ধরণের কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি ।
শিল্প পুলিশের পরিদর্শক সেলিম জানান,আগামী ১৬ আগস্ট শ্রমিকদের বকেয়া বেতন প্রদানের নিশ্চয়তা পেয়ে শ্রমিকরা শান্ত হয়ে চলে যায়।