৪২তম জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার বর্ধিত সভার ঘোষণায় -সাবেক সংসদ শফিকুল ইসলাম অপু,
ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শের-ই-বাংলা সড়কের সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ ওয়াজেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জে এম রশীদুল আলম রশিদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, হরিশংকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, ফুরসন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক, সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নূর-এ-আলম বিপ্লব, যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুজার গিফারী আব্বাস, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ। সভায় বক্তারা বলেন, আগস্ট মাস জাতির শোকের মাস। এ মাসে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নৃশংস ভাবে হত্যা করেছিলো স্বাধীনতা বিরোধীরা। এ মাসে বাকী খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান। সেই সাথে ১৫আগস্ট খালেদা জিয়ার মিথ্যা জন্ম দিন পালন প্রতিহত করার জন্য নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন এবং ১৫আগস্ট সুন্দর ও সুশৃংঙ্খল ভাবে পালন করার আহবান জানান।