LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শনিবার| ২৭ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

যেভাবে ক্রিকেটার বানায় বাংলাদেশ



 

গ্রাম থেকে জেলা শহর। জেলা শহর থেকে রাজধানী। তারপর বাংলাদেশ জাতীয় দল! খুব কঠিন? খুব সহজ? উত্তর খোঁজার আগে কিছু প্রক্রিয়ার দিকে চোখ রাখতে হবে। যে প্রক্রিয়ার ভেতর দিয়ে জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশে মূলত তরুণ ক্রিকেটার খোঁজার দুটি কর্মসূচি রয়েছে। এক. বিকেএসপি। দুই. বয়সভিত্তিক প্রতিভা অন্বেষণ।  এখানে বলে রাখা প্রয়োজন এ দুটি কর্মসূচি বিসিবির আনুষ্ঠানিক প্রক্রিয়া। বয়সভিত্তিক দল কিংবা বিকেএসপিতে না খেলে জাতীয় পর্যায়ে উঠে আসার উদাহরণও আছে। তবে সেই সংখ্যা খুব একটা বেশি নয়।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে ক্রিকেটার খোঁজার একটি প্রক্রিয়া শেষ হয়েছে। ঢাকা মহানগরের বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮)  প্রতিভা অন্বেষণ কর্মসূচির প্রথম ধাপ, স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।

চারদিনব্যাপী চলা এই কার্যক্রমে অংশ নেয় ৮২টি একাডেমির ৩৫ জন করে প্রশিক্ষণার্থী। একাডেমির বাইরের প্রতিভাবান কিছু খেলোয়াড়ও সুযোগ পেয়েছেন, যারা ইতিমধ্যে কোথাও না কোথাও তাদের প্রতিভার প্রমাণ রেখেছেন। সব মিলিয়ে ঢাকায় সংখ্যাটা তিন হাজারের মতো।

ঢাকার বাইরে সারা দেশে বয়সভিত্তিক খেলোয়াড় বাছাই শুরু হবে ঈদুল আজহার পর। গত বছর দেশজুড়ে বিসিবির তিনটি বয়সভিত্তিক খেলোয়াড় বাছাইয়ে প্রাথমিক ধাপে অংশ নিয়েছিলেন প্রায় ৩০ হাজার তরুণ। ধাপে ধাপে বয়সভিত্তিক মূল দলে সুযোগ পেয়েছেন ৮২ জন।

তিন হাজার থেকে ৮২ জনকে বাছাই করার ভেতরে যে প্রক্রিয়া, সেটি নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন বিসিবির গেম ডেভলপম্যান্ট বিভাগের সহকারী ম্যানেজার বুলবুল বাশার।

‘প্রথমে আমরা মেডিকেল করি। বিসিবির ফিজিওরা দেখে বয়স সম্পর্কে একটা ধারণা করেন। সার্টিফিকেটও দেখা হয়। আমরা তাদের প্রকৃত বয়স নির্ধারণ করি না। নির্ধারণ করি সে কোন বয়সভিত্তিক গ্রুপে খেলবে বা খেলার জন্য উপযোগী। যদি কেউ মনে করে তার মেডিকেল ঠিক হয়নি সে চ্যালেঞ্জ করতে পারে। তখন আমরা বোন টেস্ট করাই।’

স্বাস্থ্য পরীক্ষার পরের ধাপ ক্রিকেটার নির্বাচন। এই বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে হলে কোনও নিবন্ধিত একাডেমি থেকে আসতে হয়। একটা একাডেমি থেকে সর্বোচ্চ আটজন ও কমপক্ষে পাঁচজন ক্রিকেটার রাখা হয়।  নির্বাচনের জন্য ১৪ জন করে আটটা টিম করা হয়। স্ট্যান্ডবাইসহ ১১০-১১৫ জন হয়।

পরবর্তী প্রক্রিয়া নিয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কমপক্ষে ১৫টা ম্যাচ হয়। দুইটা গ্রুপ করি। প্রথমে ছয় থেকে সাতটা ম্যাচ হয়। ম্যাচ হওয়ার পর গ্রুপ পদ্মা, গ্রুপ মেঘনা করা হয়। পদ্মা থেকে সেরাদের নিয়ে দুটি টিম আবার মেঘনা থেকে সেরাদের নিয়ে দুটি টিম করি। এরা আবার দুইটা ম্যাচ খেলে। খেলার পর সেরা পদ্মা ও সেরা মেঘনা দল গঠন করা হয়। দুই দলে ১৪জন করে যে  ২৮ জন খেলোয়াড় থাকে তাদের আমরা ক্যাম্পে নিয়ে আসি। স্কিল ক্যাম্প শেষ হওয়ার পর ১৪ জনকে নিয়ে ঢাকা মেট্রো টিম গঠন করি।’

বয়সভিত্তিক এই প্রক্রিয়ার বাইরে প্রতি বছর বিকেএসপিতে ক্রিকেট বিভাগে তরুণদের ভর্তি করা হয়। বিকেএসপির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া আছে।

এই দুটি কর্মসূচির বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান মাঝে মাঝে ‘ট্যালেন্ট হান্ট’ নাম দিয়ে ক্রিকেটার খোঁজে। সেখানেও বিসিবি সহায়তা করে। নিয়মিত পত্রিকায় চোখ রাখলে এসব কর্মসূচি সম্পর্কে খোঁজ-খবর পাওয়া যায়। গ্রামীণ ফোনের এমনই একটি পেসার হান্ট কর্মসূচি থেকে উঠে আসেন বাগেরহাটের রুবেল হোসেন। তার উত্থানের গল্পটা কিছু সময়ের জন্য কঠিন ছিল।  ঢাকায় আসা থেকে শুরু করে কর্মসূচির চূড়ান্ত পর্বে অংশ নেয়া পর্যন্ত সেই ‘কঠিনেরেই ভালোবেসেছিলেন’ তিনি। তারপরের গল্পটা সহজ।


1