অভয়নগরে শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টমী র্ধমীয় ভাবগার্ম্ভীয্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি :
অভয়নগরে শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টমী ধর্মীয় ভাবগার্ম্ভীয্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালিত হয়েছে। হিন্দু পুরান মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণে জন্ম গ্রহন করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছে, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব হয়েছিল। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবে যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে অভয়নগর পূজা উদযাপন কমিটি বিভিন্ন র্কমসূচি গ্রহন করে। সকালে নওয়াপাড়া কালিবাড়ী মন্দিরে অভয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি অধ্যাপক হরিপদ বিশ্বাস এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ৮৮, যশোর-৪ এর বাবু রনজিত কুমার রায় (এম,পি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর সভার মেয়র বাবু সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মনদীপ ঘরাই, অফিসার ইনর্চাজ অভয়নগর থানা মো. আনিসুর রহমান, প্যানেল মেয়র-১ রবিন অধিকারী ব্যাচা সহ প্রমুখ।প্রধান অতিথি এসময় মন্দিরের উন্নয়ন মুলক কাজের জন্য ১০লক্ষ টাকা অনুদান দেবার ঘোষনা দেন, যার মধ্যে ২লক্ষ টাকা নগদ মন্দির কমিটির হাতে তুলেদেন। তিনি তার বক্তব্যে বলেন বর্ত্তমান সরকার ধর্ম নিরোপেক্ষ যে জার ধর্ম পালনে কোন বাধা নাই। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক তিমির বরন সরকার ও দেবাশীষ রাহা।