বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস— শ্রদ্ধাবনত চিত্তে বাংলাদেশ স্মরণ করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে জাতীয় শোক দিবস।
মঙ্গলবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি। পরে বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদ স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
পরে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। জাতীয় শোক দিবসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা, উত্তোলন করা হয়েছে কালো পতাকা।
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শোক দিবসের কর্মসূচি।
সকাল সাড়ে ৬টায় প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিউগলের সুরে সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকস দল।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তারা।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদন শেষে ৩২ নম্বর বাড়িতে যান প্রধানমন্ত্রী। সেখান কিছুক্ষণ সময় কাটান তিনি।
প্রধানমন্ত্রী চলে যাবার পর ধানমন্ডির ৩২ নম্বরে ঢল নামে জনতার। একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষ।
পরে বনানী কবরস্থানে পচাঁত্তরের ১৫ আগস্ট নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এসময় ছোট বোন শেখ রেহানা তাঁর পাশে ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও এসময় শ্রদ্ধা জানান।
সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে এসময় মোনাজাত করা হয়।
এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
পরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।