সিয়েরা লিওনে ভূমিধসে মৃত্যু ২০০ জনের
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে সিয়েরা লিওনের ফ্রি টাউনে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রেড ক্রসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে গতকাল সোমবার দেশটির পার্বত্য অঞ্চল রিজেন্টে ভূমিধস হলে এই হতাহতের ঘটনা ঘটে। ধ্বংস্তূপে আটকে পড়াদের খোঁজে অভিযান চলছে।
ভূমিধসের ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট ভিক্টর বোকারি। এদিকে, বন্যা ও ভূমিধসে ভারত এবং নেপালে ১৩৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার ভারতের হিমাচল প্রদেশের মান্ডিতে ভূমিধসের ফলে দুটি বাস চাপা পড়ার ঘটনায় ৪৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আর বিহার ও আসামে মারা গেছে অন্তত ১৫ জন। অন্যদিকে, নেপালে বন্যায় মৃত্যু হয়েছে ৭০ জনের।