নীলফামারীর বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরণ করলেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম
শাহ মো: জিয়াউর রহমান,নীলফামারী
নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু আইনজীবির সমিতির নির্বাহী সদস্য সুপ্রীমকোট হাই কোটের আইনজীবি ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বন্যা দুর্গতদের পাশে দাড়িয়ে তাদের মাঝে ত্রান বিতরণ করেছেন। বন্যায় বানভাসীরা যখন খাবারের জন্য দিক বেদিক ছুটাছুটি করছেন কে দেবে খাবার, কে দেবে সান্তনা। ঠিক সেই সময়ে বানভাসীদের পাশে দাড়িয়ে ব্যক্তিগত তহবিল থেকে তাদের খাবার দিয়ে এক অন্যন উদাহারণ সৃষ্টি করলেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। গত ১৩ আগষ্ট থেকে ১৫ আগষ্ট পর্যন্ত তিন দিন ব্যাপী সৈয়দপুর শহরের কুন্দল, দোলাপাড়া, নিয়ামতপুর, কামারপুকুর আবাসন, কালীর ডাঙ্গা, নতুন ডাঙ্গাপাড়া, খাতামধুপুর, দোয়ালীপাড়া, কিশোরগঞ্জে নয়ানখাল, চাঁদখানা, বাহাগিলি এলাকায় ২ হাজার পানি বন্দি মানুষের মধ্যে নগদ টাকা, চাল, ডাল, চিড়া, গুড়, চিনি ও খিচুড়ি বিতরণ করেন। এসব ত্রাণ বিতরণ করেন ব্যারিস্টারের প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, সাদিকুল ইসলাম সাদিক ও আব্দুল জব্বার।
ত্রাণ পেয়ে বানভাসীরা এসময় বলেন, আজ দূদিনে যে আমাদের পাশে দাড়িয়েছে সেই হল প্রকৃত গরীবের বন্ধু। ওই ব্যক্তিকে আমরা সব সময় কাছে পেতে চাই। এদিকে ব্যারিস্টার মোকছেদুল ইসলাম জানিয়েছেন, তিনি গরীবকে নিয়ে রাজনীতি করতে চান না। বন্যা শেষ না হওয়া পর্যন্ত তার ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমৃত যেন মানুষের সেবা ও পাশে থাকতে পারি। এজন্য তিনি সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।