জেলা প্রশাসনের নানান আয়োজনে ফেনীতে শোক দিবস পালন
এম.রফিকুল ইসলাম (চট্টগ্রাম ব্যুরো) : সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শোকর্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সিভিল সার্জন ডা: হাসান শাহরিয়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, জিপি প্রিয়রঞ্জন দত্ত। সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ¯েœহাশীষ দাস ও সহকারি কমিশনার ফাহমিদা হক অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী ও রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ক্বেরাত ও হামদ্-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের আত্ম-কর্মসংস্থান প্রকল্পের ৪ জনকে ঋণের চেক বিতরন করা হয়।