বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে ছাত্রের মৃত্যু
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় বুধবার বিকেলে বিলের পানিতে ডুবে শ্রীপুরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ৮ম শ্রেণী পড়োয়া এই ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত স্কুল ছাত্র রিফাত হোসেন (১৪) শ্রীপুর উপজেলার দক্ষিণ বারতোপা (ফুলানিরছিট) গ্রামের আজাহার হোসেনের ছেলে। সে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। স্কুল ছাত্রের দাফন বৃহস্পতিবার বেলা ১১টায় তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাযায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণসহ বিপুল সংখ্যক লোক অংশ নেয়।
নিহতের স্বজনেরা জানান, ১৪আগষ্ট নিহতের চাচা জুয়েল আকন্দের বিবাহ সম্পন্ন হয় কালিয়াকৈরের বড়ই বাড়ীতে। বুধবার বিয়ের পরবর্তী আনুষ্ঠানিকতায় চাচার সাথে চার বন্ধুসহ ওই এলাকায় বেড়াতে যায় রিফাত। বন্ধুদের সাথে নিয়ে বিকেলে মকশ বিলের পানিতে গোসল করতে নামলে চার বন্ধুসহ পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা তিন জনকে জীবিত ও রিফাতকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্জাহান সিরাজ বলেন, রিফাতের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা শোকাহত। বিদ্যালয়ের পক্ষ থেকে তার বাড়ীতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এসেছেন তারা।