উচ্চ আদালতের সঙ্গে লড়াইয়ের জড়িয়ে পড়ছে সরকার
ষোড়শ সংশোধনীর বাতিলের রায়কে কেন্দ্র করে সরকার যেভাবে উচ্চ আদালতের সঙ্গে লড়াইয়ের মতো পরিস্থিতিতে জড়িয়ে পড়ছে সেটা অভিপ্রেত নয়।
জেসএসডির গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা।
প্রধান বিচারপতি এসকে সিনহার দেয়া রায় ও পর্যবেক্ষণকে সঠিক মন্তব্য করে তারা বলেন, এ রায় থেকে সরে এলে জাতি তা মানবে না। আর ভবিষ্যতেও এমনিভাবে সুশাসনের জন্য বিচার বিভাগকে কাজ করতে হবে।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল আলোচনার আয়োজন করে জেএসডি।
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, এ রায় গ্রহণ না করে উপায় নেই।
এ সময় তিনি অভিযোগ করেন, রায় নিয়ে মন্ত্রীরা যেভাবে কথা বলছেন তা আদালত অবমাননার শামিল।
এক ব্যক্তির শাসন কায়েমের জন্য দেশে সংসদীয় একনায়কতন্ত্র চলছে বলে অভিযোগ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
আ স ম আব্দুর রব, ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, ষোড়শ সংশোধনীর বাতিলের রায় থেকে সরে গেলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও জানান তারা।