রাজধানীতে চালু হচ্ছে অ্যাপভিত্তিক ‘লেটস গো’ মোটরসাইকেল সার্ভিস
রাজধানীর পরিবহন ব্যবস্থায় ১৫ সেপ্টেম্বর চালু হচ্ছে ‘লেটস গো’ নামে মোবাইল অ্যাপভিত্তিক নতুন মোটরসাইকেল সার্ভিস। সেবাটি চালুর জন্য রানার অটোমোবাইলস লিমিটেডের কাছ থেকে ৫০টি মোটরসাইকেল নিচ্ছে এ আর এস কন্সোর্টিয়াম লিমিটেড।
বৃহস্পতিবার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত রানার অটোমোবাইলস লিমিটেড এর প্রধান কার্যালয়ে কোম্পানি দুটির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়।
তবে প্রাথমিক পর্যায়ে ধানমন্ডি, গুলশান, বনানী ও উত্তরা থেকে এ কার্যক্রম শুরু হবে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানারের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুকেশ শর্মা, কন্সোর্টিয়ামের চেয়ারম্যান এস এম আসাদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর রবিউল আলম এবং অন্যরা।
আন্তর্জাতিক মানের মোবাইল অ্যাপ নির্মাতাদের দিয়ে নির্মিত অ্যাপের মাধ্যমে ‘লেটস গো’ দেশের প্রথম এবং একমাত্র ‘রাইড শেয়ারিং’ কোম্পানি হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে যা একই সাথে গাড়ি এবং মোটর সাইকেলের মাধ্যমে সেবা প্রদান করবে। এ বহরে মোটর সাইকেল সরবরাহ করবে রানার যার চালক হিসেবে নিয়োজিত থাকবে এআরএস কনসোর্টিয়ামের বেতনভুক্ত দক্ষ চালকগণ।