ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণের দিকে তাকিয়ে আ.লীগ
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের যেসব পর্যবেক্ষণে সংক্ষুব্ধ— সেগুলো এক্সপাঞ্জের জন্য সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে কোনো সিদ্ধান্ত নেন কি-না সেদিকে তাকিয়ে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলের আইন বিষয়ক সম্পাদক শম রেজাউল করিম বলেন, রায়ের নানা দিক পর্যালোচনা করে একটি পর্যায়ে এসেছেন তারা। যদি উচ্চ আদালত নিজেই বিষয়গুলো এক্সপাঞ্জ করেন তাহলে রিভিউর প্রয়োজন থাকছে না।
গত ১ আগস্ট, সংবিধানের ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর থেকেই এ রায়ের কিছু পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির কড়া সমালোচনা করছে সংক্ষুব্ধ ক্ষমতাসীন আওয়ামী লীগ। রায়ের পর্যবেক্ষণকে পুনর্বিবেচনার দাবিও জানানো হয় জোট ১৪ দলের পক্ষ থেকে।
গত শনিবার রাতে প্রধান বিচারপতির ফুলার রোডের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করে এ রায় নিয়ে সরকার ও দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একদিন পর, সোমবার বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
এরও একদিন পর বুধবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতেও উঠে আসে এ রায়ের প্রসঙ্গ। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাড়াও, আইনমন্ত্রী ও এটর্নি জেনারেল সেখানে উপস্থিত ছিলেন।
ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে গেল সপ্তাহে সরকারের উচ্চমহলের দৌড়ঝাঁপ, নিকট অতীতে এমন ঘটনা বিরল। সরকার ও দল কি চাপে আছে? এমনটি মনে করছেন না নেতারা।
আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বলেন, রায়ের খুটিনাটি পর্যালোচনা করে তারা একটি পর্যায়ে এসে পৌঁছেছেন। এখন তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে।
সবকিছুর শেষে রিভিউসহ অপরাপর পদক্ষেপের ব্যাপারে ভাবা হবে বলে জানান শ ম রেজাউল করিম।