র্যাবের তল্লাশি চৌকিতে হামলার চেষ্টা, নিহত ১
রাজধানীর খিলগাঁওয়ে শেখের জায়গা এলাকায় র্যাবের তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় হামলাকারী নিহত হয়েছেন।
র্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ওই যুবক মোটরসাইকেলে করে তল্লাশি চৌকির কাছাকাছি আসলে র্যাব সদস্যরা তাকে থামতে বলে, না থেমে সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু ছুড়ে মারার চেষ্টা করেন ওই ব্যক্তি। র্যাব সদস্যরা গুলি ছোড়ে এতে হামলাকারী নিহত হন। আহত হয়েছেন র্যাবেরর দুই সদস্য।
গতকাল রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতি বোমা বিস্ফোরণে সন্দেহভাজন একজন জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুই জন সদস্যও আহত হন।
বেলা ১টার দিকে রাজধানীর উত্তরার আশকোনা হাজী ক্যাম্পের পাশের প্রস্তাবিত র্যাব সদরদপ্তরের অস্থায়ী ব্যারাকে দেয়াল টপকে এক যুবক ভিতরে ঢুকে পড়ে। এ সময় তাকে র্যাব সদস্যরা চ্যালেঞ্জ করলে আত্মঘাতি বোমার বিস্ফোরণ ঘটায় ওই যুবক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনশৃংখলা বাহিনীর ক্যাম্পে এ প্রথম জঙ্গি হামলার ঘটনা ঘটলো।
এ ঘটনায় শনিবার সকালে র্যাব বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি বা নিহত ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়নি।