রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ ইসিকে নিতে হবে
রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ নির্বাচন কমিশনকেই (ইসি) নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
সরকার ষোড়শ সংশোধনীর রায় পরিবর্তনের চেষ্টা করছে যা বিচার বিভাগের প্রতি হুমকি স্বরূপ— উল্লেখ করে তিনি বলেন, প্রকাশ্যে রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিণতি হবে ভয়াবহ। বন্যা নিয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই।
মির্জা ফখরুল বলেন, বন্যায় দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলার মানুষ মানবেতর জীবনযাপন করলেও সরকার এ বিষয়ে খুব একটা আন্তরিক নয়।
সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে সমঝোতার জন্য আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ কথা বলেন সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বলেন, এ রায়ের বিরুদ্ধে সরকারের অবস্থান বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।
এছাড়াও বিএনপির অন্য নেতারা বলেন, বিচার বিভাগকে বিতর্কিত করা চেষ্টা চালাচ্ছে সরকার।