নির্বাচনে হারার ভয়ে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: কাদের
নির্বাচনে হেরে যাওয়ার ভয় থেকেই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বিএনপি— এ মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
তিনি বলেন, লন্ডন, দুবাই, ব্যাংককে বসে সরকার হটানোর যে ষড়যন্ত্র বিএনপি নেতারা করছেন সে তথ্য সরকারের কাছে রয়েছে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুব লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।
বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি ২০০১ এর চেয়েও ভয়াবহ হবে— এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
যুবলীগের আলোচনায় বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পনের আগস্ট বিএনপি চেয়ারপার্সনের জন্মদিন পালনের কঠোর সমালোচনা করেন তিনি।
ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপি ইস্যু তৈরির চেষ্টা ব্যর্থ হওয়ায় দলটি এখন ষড়যন্ত্রে নেমেছে। পনেরো আগস্টে আরেকটি ২১ আগস্ট ঘটানোর ষড়যন্ত্র হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
এখন নির্বাচনে হেরে যাওয়ার ভয় বিএনপিকে আঁকড়ে ধরেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেই ভয় থেকে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে তারা।
বঙ্গবন্ধু এখন আর শোক নয়, এখন শক্তিতে পরিণত হয়েছে উল্লেখ করে সে শক্তি কাজে লাগাতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক।