ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা করা হবে, দিনাজপুরে প্রধানমন্ত্রী
বন্যার পানি নেমে গেলেই রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামোর সংস্কার কাজ শুরু হবে—ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা দেয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দিনাজপুর জিলা স্কুল মাঠে ত্রাণ বিতরণের আগে সংক্ষিপ্ত ভাষণে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, বন্যা কবলিত এলাকায় খাদ্য সরবরাহ অব্যাহত থাকবে।
সকালে বন্যা কবলিত জেলা ও কুড়িগ্রাম পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রথমে দিনাজপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
এরপর তিনি কুড়িগ্রাম জেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গারানী লক্ষীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী বিকেলে ঢাকায় ফিরবেন।