আবারো সময় বাড়ল বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত গেজেট প্রকাশে
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট আকারে প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষকে ৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আপিল বিভাগ।
রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দিয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ নিয়ে গত দেড় বছরে বিধিমালার গেজেট প্রকাশ নিয়ে সরকারের পক্ষ থেকে ২৫ বার সময় নিয়েছে রাষ্ট্রপক্ষ।
গত ২৭ জুলাই অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালা-সংক্রান্ত একটি খসড়া সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক। ওই খসড়া নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে গত ১৬ ও ২০ জুলাই দুটি বৈঠকও করেন তিনি।
খসড়া পর্যালোচনার পর ৩০ জুলাই তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। খসড়ার কিছু শব্দ ও বিধি নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, 'আদালত যেসব সুপারিশ করেছিল খসড়ায় এসেছে তার উল্টোটা।
পরে খসড়া নিয়ে মতপার্থক্য নিরসনে আইনমন্ত্রীর সঙ্গে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে বৈঠকে বসারও প্রস্তাব দেয়া হয়।
এরপর আইনমন্ত্রী প্রধান বিচারপতির সঙ্গে মোবাইল ফোনে আলাপ করে ৩ আগস্ট বিকেলে বৈঠকের দিনও চূড়ান্ত করেন। তবে আইনমন্ত্রী অসুস্থ থাকায় বৈঠকটি আর হয়নি।
উল্লেখ্য, সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, 'বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান ও ছুটি মঞ্জুর) ও শৃঙ্খলাবিধান রাষ্ট্র্রপতির উপর ন্যস্ত থাকিবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্র্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে।'
এরইমধ্যে গত ১ আগস্ট প্রকাশিত সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার পূর্ণাঙ্গ রায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চের তিন বিচারপতি সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিষয়ে ভিন্নমত দেন। রায়ে পর্যবেক্ষণে প্রধান বিচারপতিসহ বেঞ্চের তিন জন বিচারপতি বলেন, অধস্তন আদালতে নিযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তা এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধানে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে রাষ্ট্র্রপতির ক্ষমতা সংবিধান পরিপন্থি।