শ্রীপুরে যুবককে পিটিয়ে হত্যা”২৪ ঘন্টা পর থানায় মামলা
টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে এক ফুটবল খেলোয়ারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম আরিফ (২২)। সে কাওরাইদ ইউনিয়ন একাদশের ১০নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার। এলাকাবাসী জানায়, শিশু বয়সে পিতাহীন আরিফ বেশীদুর লেখা পড়া করতে পরেনি। তবে খেলাদোলায় ছিল পাকা। তার নজর কাড়া ফুটবল খেলা দেখতে ভীর জমাতো ফুটবল প্রেমিরা। তার নিহতের ঘটনায় কাওরাইদ এলাকায় চলছে শোকের মাতম। এ ঘটনায় ২৪ ঘন্টা পর শুক্রবার রাতে শ্রীপুর থানায় ছাত্রলীগ নেতা নয়ন ও তার ৬ সহযোগীর নামে মামলা হয়েছে। নিহতের নানা আকা মিয়া বাদী হয়ে ৪৭(৮)১৭ নং হত্যা মামলা করেন। জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়ার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নয়ন আরিফকে কাওরাইদ বাজার থেকে ডেকে কাওরাইদ কে.এন উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যায়। স্কুল মাঠে আরিফকে নয়ন ও তার সহযোগীরা মারপিট করে। পরে নয়নকে কালীবাড়ী এলাকায় কাওরাইদ রেলস্টেশনের পাশে এনে প্রকাশ্যে পেটাতে থাকে। স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করলেও আরিফকে উদ্ধার করতে সাহস পায়নি। এক পর্যায়ে আরিফ নেতিয়ে পরলে নয়ন ও তার সহযোগীরা বীরদর্পে চলে যায়।
রাত পৌনে দশটারদিকে আরিফকে শ্রীপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ইসরাত জাহান তাকে মৃত ঘোষনা করেন। শুক্রবার গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে আরিফের মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। আরিফ হত্যাকান্ডের প্রায় ২৪ ঘন্টা পর শুক্রবার রাতে শ্রীপুর থানায় মামলা রুজু হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, আসামীদের গ্রেফতার অভিযান চলছে। শ্রীপুর থানার ওসি অপারেশন হেলাল উদ্দিন জানান, নিহতের লাশের দাফন সম্পন্ন করে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে মামলা করায় বিলম্ব হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে।