বাংলাদেশ এখন গরু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ-বাণিজ্য মন্ত্রী
আব্দুস সাত্তার, সাভার ও আশুলিয়াঃ
আসন্ন কোরবানীর ঈদে দেশে চাহিদার তুলনায় বেশী পশু রয়েছে, তাই পার্শবর্তী দেশ থেকে কোন পশু এবারের ঈদে আমদানীর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার বিকালে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন গরু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। তাই ভারত থেকে গরু দেশে আসলে আমাদের দেশের গরু উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবে। বন্যার কারণে দ্রব্য মূল্যের দাম কিছুটা বাড়লেও সেটা এই মূহূর্তে স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে বলেও একথা বলেন মন্ত্রী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি আমির হোসেন, সাবেক ভিসি শরীফ এনামুলসহ আমন্ত্রীত অতিথি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।