ছাতকে দু’ইউপি চেয়ারম্যানের পাল্টাপাল্টি কর্মসূচি
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা,
ছাতকে উপজেলা পরিষদ চত্তরে দু’চেয়ারম্যানের হাতাহাতির ঘটনায় পক্ষে-বিপক্ষে চলছে বিক্ষোভ মিছিল, মানববন্ধনও প্রতিবাদ সমাবেশ। এনিয়ে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের উপর হামলার প্রতিবাদে বানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তর খুরমা ইউনিয়নবাসির উদ্যোগে শনিবার ১৯আগষ্ট বিকেলে উপজেলার ধারন নতুনবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমীনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলী, ফজল উদ্দিন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, এড. শামছুর রহমান, আবুল হোসেন শাহিন, আল-মামুন, এড. জমির উদ্দিন, এড. মনির উদ্দিন, মাসুক মিয়া মেম্বার প্রমূখ। তারা সাহেলকে গ্রেফতারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। এদিকে ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিংচাপইড় ইউনিয়নবাসির উদ্যোগে কালীপুর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভাবেশ করেছে ইউনিয়নবাসি। শনিবার মানববন্ধন শেষে হাজি আরজক আলীর সভাপতিত্বে ও রানা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, লুৎফুর রহমান, মাওলানা জামাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল জলিল, মুহিম উদ্দিন, তোরন মিয়া, সাব্বির আহমদ, আঙ্গুর মিয়া, সদস্যা শাহানারা বেগম, আয়াতুন নেছা, শফিকা বেগম প্রমূখ। তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।