নীলফামারীর সৈয়দপুরে নোয়া গ্রুপের বন্যা দূর্গতের ত্রাণ বিতরণ অব্যাহত
শাহ মো: জিয়াউর রহমান,নীলফামারী
সৈয়দপুর উপজেলার বন্যার ক্ষতিগ্রস্থ ও বানভাসিদের ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন নোয়া গ্রুপ। গত ১৮ ও ১৯ আগষ্ট ২৮০ জন বানভাসিদের পরিবারকে নগদ টাকা, চাল ও এলমুনিয়ামের হাড়ি-পাতি বিতরণ করেন। ১৮ আগষ্ট দুপুরে কামারপুুকুর বাজারস্থ ফ্যাক্টরীতে নোয়া গ্রুপের স্বত্বাধীকারী রাজ কুমার পোদ্দার ও গোকুল কুমার পোদ্দার বানভাসিদের এসব ত্রাণ বিতরণ করেন। এসময় কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান উপস্থিত থেকে বিতরণে অংশগ্রহন করেন।
উল্লেখ যে, গত ১৪ আগষ্ট বিকালে কামারপুকুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১০০ জন বানভাসিকে ৫ কেজি করে চাল বিতরণ করে নোয়া গ্রুপ। সেদিনেই ঘোষণা দিয়েছিলেন বাসভাসিদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। তারই অংশ হিসাবে এ বিতরন।
এ ব্যাপারে রাজকুমার রাজু পোদ্দার বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থরা অনেক কষ্টে আছে। তাদের কষ্টের কথা চিন্তা করে আমার সামান্য সহানুভুতি। তাদের কষ্টে শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।