মেহেরপুর- মুজিবনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
আল-আমীন,সিনিয়র ষ্টাফ রিপোটার : ডা: সজিবুল হক এর আয়োজনে বল্লভপুর গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া ল্যাব কেয়ারের চেয়ারম্যান ডা: সজিবুল হক, অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সিভিল সার্জন ডা: একে এম আজিজ,বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া মেডি:কলেজের প্রফেসর ডা:নুর উদ্দিন রুমী ,মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, বল্লভপুর ডিনারী সার্বিক সহযোগি রেভাশিমসান মজুমদার,হেযবুত তওহীদের মেহেরপুর সদর থানা সভাপতি ডা: হেলাল উদ্দীন,উল্লেখ্য মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম বা মানবতার কল্যাণ।এই প্রত্যয় নিয়ে ডা: সজিবুল হক ২০ জনের একটি টিম নিয়ে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ডা: সজিবুল হক ব্যক্তিগত ভাবে ২০ হাজারের উপরে রুগির চিকিৎসা সেবা দিয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ রুগি এখন ভাল আছেন। ডা: সজিবুল হক অনেক দু:স্থ্য,গরিব রুগিদের চিকিৎসা ও ঔষধ পাশাপাশি নগদ টাকা-পয়সা দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। কবির ভাষা বলতে হচ্ছে:আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড়হবে।
জনগণের তথ্যমতে পাওয়া যায় ডা:সজিবুল হক,মেহেরপুর জেলার উজ্জল নক্ষত্র যাকে এক মুহুর্ত দেখার জন্য দুর-দুরান্ত থেকে ভিড় জমান । মানুষের এই ভালোবাসা দেখে ড়া: সজিবুল হক বলেন সব আল্লাহর ইচ্ছা। আমার মায়ের মত বিনা চিকিৎসায় আর কোন মানুষ যাতে না মারা যায় ,সেই লক্ষ নিয়ে দেশ ও জাতির সেবা দিয়ে যাবেন বলে জানান।