সাভারে সড়ক-মহাসড়কগুলোর দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ
আব্দুস সাত্তার, নিজস্ব প্রতিবেদকঃ
ঈদকে ঘিরে সাভারের আশুলিয়ায় সোমবার সকাল থেকে সড়ক-মহাসড়কগুলোর দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি বিশেষ টিম নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় মহাসড়ক দুইটির দুই পাশে সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।
এই কর্মকর্তা জানান, পাঁচ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ বঙ্গে যাতায়াতের জন্য ঢাকার বুড়িগঙ্গা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
পুলিশের এবং সড়ক ও জনপদের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।