মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নাশকতা মামলার আসামির মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন বাস টার্মিনালের কাছে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩৫) নামে এক জামায়াত কর্মী মারা গেছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন মোসুমী খাতুন নামের এক অন্ত:সত্তা গৃহবধু। মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি শ্যালো ইঞ্জিন চালিত আলগামন নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত দুজনেরই বাড়ি মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে। নিহত জাকির হোসেন আশকান মালিথার ছেলে। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় বিরোধী দলের হরতাল অবরোধ চলাকালীন সময়ে নাশকতা মামলার আসামি ছিলেন। সেই মামলায় হাজিরা দিতে তিনি বাড়ি থেকে আদালতের উদ্দেশে যাচ্ছিলেন। আহত গৃহবধু মোসুমী খাতুন সবুর আলী স্ত্রী। তিনি শহরে চিকিৎসকের পরামর্শ নিতে যাচ্ছিলেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় হিজুলী থেকে কয়েকজন যাত্রী নিয়ে মেহেরপুর শহরের দিকে যাওয়ার সময় নতুন বাস টার্মিনালের নিকট আলগামনের এক্সিলেটর কেটে যায়। এসময় আলগামনের চালক নিয়ন্ত্রন হারালে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় জাকির হোসেন ও মৌসুমী খাতুন রাস্তায় ছিটকে পড়ে গুরতর আহত হন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষনা করেন।