শ্রমিকদের অধিকার আদায়ে নিরলস কাজ করে যাবো-শ্রমিকনেতা সরোয়ার
নিজস্ব প্রতিবেদকঃ
আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন শ্রমিকদের অধিকার আদায়ে নিরলস কাজ করে যাবো। সার্বক্ষণিক আমার ভাবনা শ্রমিক এবং ভাড়াটিয়াদের পাশে থেকে অবিরত কাজ করে যেতে চাই। একান্ত সাক্ষাতকালে একথাগুলো বল্লেন সাভার ও আশুলিয়ার শ্রমিক প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন। তিনি এয়োও বলেন, সাভার ও আশুলিয়া শ্রমিক এলাকা। এখানে শ্রমিক থেকে শুরু করে বেশীর ভাগই লোক ভাড়াটিয়া। তাই তাদের পক্ষে কথা বলতে ও তাদের অধিকার আদায়ে এবারে বিভিন্ন শ্রমিক সংগঠন মনে করছেন শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে যেকোন একজনকে এখানের প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন। আমাদের সংগঠন কোন রাজনৈতিক সংগঠন নয়। সেহিসেবে ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাহরাইনে সুলতানে বাহার তিনি আমাকে প্রস্তুুতি নিতে বলেছেন। তাই আমি আমার নেতার নির্দেশ অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এজন্য আমি সকলের দোয়া প্রার্থণা কামনা করছি।
তিনি আরও বলেন, আমি সাভার-আশুলিয়া ভাড়াটিয়া পরিষদের সভাপতি, বিটিজিডব্লিওএল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও আইএলও’র ওশ প্রজেক্টের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। শ্রমিকদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কথা বলেছি। শ্রমিকদের কোন সমস্যা হলেই তা সমাধান করেছি। যতদিন বেঁচে থাকবো ততদিন শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাবো।
এ বিষয়ে ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাহরাইনে সুলতানে বাহার বলেন, আমরা ভাড়াটিয়া পরিষদের পক্ষ থেকে চেষ্টা করছি প্রার্থী দেওয়ার জন্য। দেখি কারা এগিয়ে আসে। এবিষয়ে ভাড়াটিয়া পরিষদের সাভার ও আশুলিয়া কমিটির সভাপতি সরোয়ারকে প্রস্তুতি নিতে বলেছি।