বিএনপি সিনহা বাবুর ঘাড়ে বসে রাজনীতি করছে : হাছান মাহমুদ
সংবিধান লঙ্ঘন করে শপথ ভঙ্গ করায় প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। এসময় তিনি বলেন, বিএনপি নেত্রী বিচারপতির ঘাড়ে ভর করে রাজনীতি করার চেষ্টা করছে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে উত্তর জেলা ছাত্রলীগের আয়োজনে প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এতে উত্তর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতির করা বিভিন্ন মন্তব্য নিয়ে সমালোচনা করেন।
হাছান মাহমুদ বলেন, 'এই মামলায় যারা পক্ষ নয় তাদের প্রতি বিরাগের বশবর্তী হয়ে আপনি তাদেরকে পক্ষ বানিয়েছেন। আপনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে আপনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন কিনা সেটিও আজকে চিন্তার বিষয়। সুতরাং আপনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। বিএনপির নিজের কোন রাজনীতি নাই। সিনহা বাবুর ঘাড়ে বসে রাজনীতি করার চেষ্টা করছে।'