বিপদে জীবন বাঁচাতে পারে স্মার্টফোনের যে অ্যাপ
ধরুন হঠাৎ করেই কোনো বিপদে পড়েছেন। কিন্তু আশেপাশে সাহায্য করার মতো কাউকে পাচ্ছেন না। কী করবেন তখন? হয়তো ভাবছেন পরিচিত কাউকে ফোন করবেন। কিন্তু যদি তার সাথে যোগাযোগ করতে না পারেন তাহলে কী হবে?
জরুরী মুহূর্তে এই সমস্যার সমাধান দেবে ‘জিপিএস ডিরেক্টরি’ নামের স্মার্টফোন অ্যাপ।
ভারতের সিএমসি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফাইন্ড মি সল্যুশনস এই অ্যাপটি তৈরি করেছে। অ্যাপটিতে নিবন্ধিত ব্যবহারকারীরা জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য তিনটি নম্বর সংরক্ষণ করতে পারবেন। বিপদের মুহূর্তে অ্যাপে থাকা নির্দিষ্ট বাটনে ট্যাপ করলেই সংরক্ষিত নম্বরে স্বয়ংক্রিয় ফোন কল এবং এসএমএস চলে যাবে।
তবে এই তিনটি নম্বরের মাধ্যমে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব না হলে অ্যাপটি ৫০০ মিটারের মধ্যে থাকা অন্যান্য ব্যবহারকারীকে সাহায্যের জন্য আহ্বান জানাবে। এর মধ্যে অবশ্যই কেউ না কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে বলে মনে করেন সিএমসি গ্রুপের চেয়ারম্যান এসআই নাথান।
আপাতত ভারতের নির্দিষ্ট কয়েকটি জায়গায় এই অ্যাপটি ব্যবহার করা যাবে। তবে অন্যান্য জায়গার তথ্য শীঘ্রই এই অ্যাপে যুক্ত করা হবে বলেও জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।